কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:
১৭ বছর পর রংপুরে বিভাগীয় জনসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় রংপুর জিলা স্কুল মাঠে আয়োজিত এই জনসভায় রংপুর বিভাগের ৩৩টি সংসদীয় আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করে সংগঠনটি।
প্রার্থীদের নাম ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। জনসভায় রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট জেলার সব আসনের প্রার্থীরা উপস্থিত ছিলেন।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, “সুষ্ঠু নির্বাচনের জন্য কয়েকটি মৌলিক সংস্কার আবশ্যক। এই সংস্কারগুলো আদায় করেই নির্বাচনে অংশ নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “আওয়ামী ফ্যাসিবাদের অধীনে কোনো প্রহসনের নির্বাচন হতে দেওয়া হবে না। প্রশাসনিক ক্যু বা মাস্তানতন্ত্রের মাধ্যমে ভোট ডাকাতির চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। কালো টাকার রাজনীতিও বরদাস্ত করা হবে না।”
জুলাই গণঅভ্যুত্থানের খুনিদের বিচার, নির্বাচনের আগে মৌলিক সংস্কার, সুষ্ঠু ভোটগ্রহণ এবং তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নসহ চার দফা দাবিতে এই জনসভা আয়োজন করা হয়।
ডা. শফিকুর রহমান বলেন, “আমরা এই দেশে মদিনার ছায়ার আলো দেখতে চাই। শরিয়াহর কথা শুনলেই অনেকের গায়ের লোম খাড়া হয়ে যায়, কারণ তারা ঘুষ-দুর্নীতির সুযোগ হারাতে ভয় পায়।”
তিস্তা ইস্যুতে তিনি বলেন, “উত্তরের দুঃখ তিস্তা নদী নিয়ে আর টালবাহানা চলবে না। অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।”
সভায় আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান।
জামায়াত ঘোষিত প্রার্থীদের তালিকা:
রংপুর জেলা:
রংপুর-১: অধ্যাপক রায়হান সিরাজী
রংপুর-২: এটিএম আজহারুল ইসলাম
রংপুর-৩: অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল
রংপুর-৪: মাওলানা এটিএম আজম খান
রংপুর-৫: গোলাম রাব্বানী
রংপুর-৬: মাওলানা নূরুল আমিন
দিনাজপুর জেলা:
দিনাজপুর-১: মতিউর রহমান
দিনাজপুর-২: অধ্যক্ষ আফজাল হোসেন আনাম
দিনাজপুর-৩: অ্যাডভোকেট মনিরুল আলম
দিনাজপুর-৪: আবতাব উদ্দিন মোল্লা
দিনাজপুর-৫: আনোয়ার হোসেন
দিনাজপুর-৬: আনোয়ারুল ইসলাম
নীলফামারী জেলা:
নীলফামারী-১: অধ্যক্ষ মাওলানা আব্দুর সাত্তার
নীলফামারী-২: (ঘোষণা হয়নি)
নীলফামারী-৩: ওবাইদুল্লাহ সালাফি
নীলফামারী-৪: মাওলানা হাফেজ আব্দুল মুনতাকিম
লালমনিরহাট জেলা:
লালমনিরহাট-১: আনোয়ারুল ইসলাম
লালমনিরহাট-২: অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু
লালমনিরহাট-৩: হারুনুর রশিদ
কুড়িগ্রাম জেলা:
কুড়িগ্রাম-১: অধ্যাপক আনোয়ারুল ইসলাম
কুড়িগ্রাম-২: অ্যাডভোকেট ইয়াসিন আলী
কুড়িগ্রাম-৩: ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী
কুড়িগ্রাম-৪: মোস্তাফিজুর রহমান মোস্তাক
গাইবান্ধা জেলা:
গাইবান্ধা-১: অধ্যাপক মাজেদুর রহমান
গাইবান্ধা-২: আব্দুল করীম
গাইবান্ধা-৩: অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম
গাইবান্ধা-৪: ডা. আব্দুর রহিম সরকার
গাইবান্ধা-৫: মুক্তিযোদ্ধা আব্দুল ওরেস
ঠাকুরগাঁও জেলা:
ঠাকুরগাঁও-১: দেলোয়ার হোসেন
ঠাকুরগাঁও-২: আব্দুল হাকিম
ঠাকুরগাঁও-৩: মিজানুর রহমান
পঞ্চগড় জেলা:
পঞ্চগড়-১: ইকবাল হোসাইন
পঞ্চগড়-২: শফিউল্লাহ শফি
Leave a Reply