কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, যুবদল নেতার ওপর হামলা ও সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির বিরুদ্ধে বিক্ষোভের ঘটনায় বিএনপির দুই নেতাকে কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ।
অব্যাহতি পাওয়া দুই নেতা হলেন—চিলমারী উপজেলা বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আবু সাঈদ হোসেন পাখী ও সদস্য আব্দুল মতিন শিরিন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য, শৃঙ্খলাবিরোধী কার্যক্রমে জড়িত থাকা এবং চিলমারী উপজেলা যুবদলের সদস্যসচিব রুহুল আমিন জিয়াকে গুরুতর আহত করার ঘটনায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
এর আগে বৃহস্পতিবার (৩ জুলাই) আব্দুল বারী সরকারকে আহ্বায়ক ও আবু হানিফাকে সদস্যসচিব করে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। তবে ঘোষণার পরপরই যুগ্ম আহ্বায়ক পাখী ও সদস্য শিরিনের নেতৃত্বে লাঠিসহ বিক্ষোভ মিছিল হয় এবং কমিটি বাতিলের দাবি ওঠে। সন্ধ্যায় বিক্ষুব্ধরা মশাল মিছিলও করেন।
এর কিছুক্ষণ পর যুবদল নেতা রুহুল আমিন জিয়ার ওপর হামলার ঘটনা ঘটে। হামলার সময় একাধিক মোটরসাইকেল ভাঙচুর হয়। গুরুতর আহত জিয়াকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অব্যাহতি পাওয়া নেতা আবু সাঈদ হোসেন পাখী অভিযোগ অস্বীকার করে বলেন, “এটা একটি মনগড়া ও পরিকল্পিত সিদ্ধান্ত। আমাদের জড়ানো হয়েছে রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে।”
এ বিষয়ে জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, “অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় দলীয় শৃঙ্খলার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
Leave a Reply