নিজস্ব প্রতিবেদক:
আব্দুল বারী সরকারকে আহ্বায়ক ও আবু হানিফাকে সদস্য সচিব করে ৩০ সদস্য বিশিষ্ট চিলমারী উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব সোহেল হোসেন কায়কোবাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন রফিকুল ইসলাম স্বপন এবং যুগ্ম আহ্বায়ক করা হয়েছে সাদাকাত হোসেন সাজু, সহ-অধ্যাপক ফজলুল হক, আবু সাঈদ হোসেন পাখী ও আনোয়ারুল হক বাবলুকে। এছাড়া সদস্য হিসেবে স্থান পেয়েছেন জোবাইদুল ইসলাম সুইট, শাহ আলম সবুজ, আব্দুল মতিন সরকার শিরিন, মো. সাহেব আলীসহ মোট ২১ জন।
কমিটির সদস্যদের আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে জেলা বিএনপির নিকট জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
Leave a Reply