রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার পতনের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। যারা মানুষের মৌলিক অধিকারের বিরুদ্ধে দাঁড়াবে, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারদের পক্ষে কাজ করবেতাদের বিরুদ্ধেও বারবার বিপ্লব সংঘটিত হবে।
মঙ্গলবার কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ট্রাফিক মোড়ে এনসিপির পদযাত্রা কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, স্বৈরাচার কখনো চিরকাল ক্ষমতায় থাকে না। আমাদের স্বপ্ন ছিল বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ গড়া। দুর্ভাগ্যজনকভাবে, এখনো সেই স্বপ্ন পূরণ হয়নি। কুড়িগ্রাম আজো দারিদ্র্য ও বৈষম্যের প্রতীক হয়ে আছে। এই জেলায় স্বাস্থ্যসেবা, চিকিৎসা ও কর্মসংস্থানের অভাব প্রকট। সরকারকে বলবো কুড়িগ্রাম যেন আর আঞ্চলিক বৈষম্যের শিকার না হয়।
ছাত্রদের উদ্দেশে তিনি বলেন, আমরা যে লড়াই করেছিলাম, তা ছিল একটি নতুন, ন্যায়ভিত্তিক বাংলাদেশের জন্য। স্বৈরাচার পতনের মধ্য দিয়ে বিজয়ের এক ধাপ অতিক্রম করেছি, এখন বাংলাদেশকে নতুন করে গড়তে হবে। ইনশাআল্লাহ, আমরা সেটা করব।
তিনি আরও জানান, রাজারহাটে এনসিপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ড. আতিক মুজাহিদ, যিনি স্থানীয় জনগণের পাশে থেকে কাজ করবেন। আগামী ৩ জুলাই শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করা হবে বলেও তিনি জানান।
বিপ্লব বিরোধীদের সতর্ক করে নাহিদ ইসলাম বলেন, যারা বিপ্লবের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের প্রতিহত করা হবে। গণঅভ্যুত্থানে যারা হামলার শিকার হয়েছেন, তাদের পাশে আছি। আমরা হানাহানি চাই না, কিন্তু অন্যায়েরও প্রতিকার চাই।
তিনি পুলিশি সংস্কারের দাবি জানিয়ে বলেন, “আইনের প্রতি শ্রদ্ধা রেখে জনগণ ও রাষ্ট্র একসাথে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলবে।”
শেষে তিনি আহ্বান জানান, সারা দেশের ৬৪ জেলায় এনসিপির বার্তা পৌঁছে দিতে হবে। অতীতেও জনগণ আমাদের পাশে ছিলেন, ভবিষ্যতেও আমাদের অভিভাবক হয়ে পাশে থাকুন। ইনশাআল্লাহ, জাতীয় নাগরিক পার্টিই আগামীর বাংলাদেশ গড়ে তুলবে।
এই সময় উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদসহ স্থানীয় নেতাকর্মীরা।
Leave a Reply