রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং কুড়িগ্রামের সংসদ সদস্য জাকির হোসেন এমপির স্ত্রী ও দুই সন্তানকে সম্পদের বিবরণী জমা দিতে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২ জুলাই) দুদকের কুড়িগ্রাম জেলা কার্যালয় থেকে পাঠানো পৃথক তিনটি চিঠিতে তাদেরকে এই নোটিশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদক কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, দুদকের পরিচালক (বিশেষ অনুসন্ধান ও তদন্ত-৩) বেনজীর আহম্মদের স্বাক্ষরিত নোটিশের ভিত্তিতে অনুসন্ধানে কমিশনের বিশ্বাস জন্মেছে যে, জাকির হোসেনের স্ত্রী ও দুই সন্তান জ্ঞাত আয়ের উৎসের বাইরে স্বনামে ও বেনামে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন।
নোটিশে বলা হয়, তাদের নিজ নামে এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে অর্জিত যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস এবং তা অর্জনের বিস্তারিত বিবরণ ২১ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছকে কমিশনে দাখিল করতে হবে।
বিবরণী দাখিলে ব্যর্থ হলে বা মিথ্যা তথ্য দিলে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ধারার অধীনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
যাদের বিরুদ্ধে এই নোটিশ দেওয়া হয়েছে তারা হলেন—জাকির হোসেনের স্ত্রী সুরাইয়া সুলতানা, ছেলে সাফায়াত বিন জাকির এবং মেয়ে জাকিয়াতা বাচ্ছুম। তাদের সবার স্থায়ী ঠিকানা: গ্রাম রৌমারী, ইউনিয়ন রৌমারী, ডাকঘর ও উপজেলা রৌমারী, জেলা কুড়িগ্রাম।
দুদক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, এর আগেও একাধিকবার নোটিশ দিতে চেষ্টা করা হয়েছিল, কিন্তু কাউকে না পাওয়ায় তা সম্ভব হয়নি। এবার শেষবারের মতো নোটিশটি বাড়ির দেয়ালে টাঙিয়ে দেওয়া হয়েছে।
Leave a Reply