নিজস্ব প্রতিবেদক:
জুলাই ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে শহীদদের তালিকায় নতুন করে আরও ১০ জনের নাম অন্তর্ভুক্ত করেছে সরকার। সোমবার (১ জুলাই) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় গেজেট আকারে এই হালনাগাদ তালিকা প্রকাশ করে।
সরকারি গেজেটে উল্লেখ করা হয়, ‘জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪–এ শহীদ পরিবার ও জুলাই–যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’-এর সংশ্লিষ্ট ধারা এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কার্যবিধি অনুযায়ী শহীদদের গেজেট প্রকাশ করা হয়েছে। এই হালনাগাদে মোট শহীদের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪৪ জনে।
নতুন অন্তর্ভুক্ত শহীদদের নাম নিম্নরূপ:
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই তালিকা তৈরিতে সঠিক তথ্য যাচাই, শহীদ পরিবারের আবেদন, প্রমাণপত্র এবং মাঠ পর্যায়ের তদন্ত প্রতিবেদন বিবেচনা করা হয়েছে। ভবিষ্যতেও পর্যায়ক্রমে যাচাই-বাছাই করে গেজেট হালনাগাদ করা হবে।
Leave a Reply