এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে তথ্যপ্রযুক্তি শিক্ষার সুযোগ পৌঁছে দিতে ভ্রাম্যমান ভ্যানে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) উপজেলা যুব উন্নয়ন দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম ফেরদৌস।
এ প্রশিক্ষণ যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন “Empowerment Centre on Wheels for Underprivileged Rural Young People of Bangladesh (TECAB-2nd Phase)” প্রকল্পের অংশ হিসেবে বাস্তবায়িত হচ্ছে। মূলত প্রত্যন্ত অঞ্চলের তরুণ-তরুণীদের তথ্যপ্রযুক্তি বিষয়ে দক্ষ করে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধন উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন। বক্তব্য দেন ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কুড়িগ্রাম জেলা জামায়াতের সাবেক আমির আজিজুর রহমান সরকার স্বপন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সরওয়ার তৌহিদ, ইউআরসি ইনস্ট্রাক্টর আতিকুর রহমান ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মামুন ব্যাপারী।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামসুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্তা ও উপজেলা প্রেসক্লাব সভাপতি এ. এস. খোকন।
জুলাই থেকে আগস্ট ২০২৫ পর্যন্ত দুই মাসব্যাপী চলবে এ প্রশিক্ষণ। প্রশিক্ষণে দুইজন প্রশিক্ষকের তত্ত্বাবধানে চারটি ব্যাচে মোট ৪০ জন (২০ জন পুরুষ ও ২০ জন নারী) অংশগ্রহণ করবেন।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা কম্পিউটার ও নেটওয়ার্কিং-এর মৌলিক জ্ঞান অর্জন করবে, যা তাদের আত্মকর্মসংস্থান এবং চাকরির ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে।
Leave a Reply