নিজস্ব প্রতিনিধি:
শত প্রতিকূলতা ও সীমান্তজনিত বৈরী বাস্তবতা উপেক্ষা করে ৪৪তম বিসিএসের সাধারণ শিক্ষা ক্যাডারে (গণিত) সুপারিশপ্রাপ্ত হয়েছেন কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার কৃতি সন্তান মাহবুবুর রহমান। তিনি গনিত বিভাগে সুপারিশপ্রাপ্ত ১৮ জনের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন।
মাহবুবুর রহমানের বাড়ি রাজিবপুর উপজেলার জাউনিয়ার চর বাউলপাড়া গ্রামে। তার শিক্ষাজীবনের শুরু জাউনিয়ার প্রাথমিক বিদ্যালয় থেকে, জাউনিয়ার চর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক। এরপর রাজিবপুর ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। উচ্চশিক্ষার লক্ষ্যে তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে। সেখান থেকেই তিনি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
দারিদ্র্য, অনুন্নত যোগাযোগব্যবস্থা ও সীমান্ত এলাকার নানাবিধ সমস্যা অতিক্রম করে মাহবুবুর রহমান আজ রাজিবপুরের তরুণদের জন্য এক উজ্জ্বল অনুপ্রেরণা। তার এই অসামান্য সাফল্যে পরিবার, এলাকাবাসী ও শিক্ষাজীবনের সহযাত্রীরা আনন্দিত ও গর্বিত।
রাজিবপুরের মতো প্রান্তিক জনপদ থেকে উঠে এসে বিসিএসের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য অর্জন করে মাহবুবুর রহমান প্রমাণ করেছেন পরিশ্রম, ইচ্ছাশক্তি ও সঠিক দিকনির্দেশনা থাকলে কোনো বাধাই সামনে এগিয়ে যাওয়ার পথে আটকাতে পারে না।
Leave a Reply