নিজস্ব প্রতিনিধি
কুড়িগ্রামের সীমান্তবর্তী রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের জিগা পাড়া গ্রামের মেধাবী তরুণ আল-আমিন ইসলাম ৪৪তম বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারে (দর্শন বিভাগ) সুপারিশপ্রাপ্ত হয়েছেন। দারিদ্র্য ও চরম আর্থিক সংকটকে জয় করে এই অর্জন যেন তাঁর কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের জীবন্ত সাক্ষ্য।
শৈশব থেকেই দারিদ্র্য ছিল তাঁর নিত্যসঙ্গী। পরিবারের অভাব-অনটনের মাঝেও থেমে যাননি তিনি। টিউশনি করে নিজের পড়াশোনার খরচ চালিয়েছেন, এমনকি কৃষিকাজেও হাত লাগিয়েছেন পরিবারের পাশে দাঁড়াতে।
২০১১ সালে তিনি চরনেওয়াজী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং রাজিবপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে, সেখান থেকেই স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। শিক্ষা শেষে তিনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। শিক্ষকতার পাশাপাশি বিসিএস পরীক্ষার জন্য নিয়মিত প্রস্তুতি নিতে থাকেন।
আল-আমিন ইসলাম বলেন, “জীবনে বড় কিছু পেতে হলে অনেক কিছু ত্যাগ করতে হয়। আমি বিশ্বাস করি, দারিদ্র্য কোনো বাধা নয়, যদি মনের ইচ্ছা আর কঠোর পরিশ্রম থাকে।”
স্থানীয়দের মতে, আল-আমিনের এই সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত জয় নয়, বরং রাজিবপুর ও কুড়িগ্রাম জেলার জন্য এক গর্বের মুহূর্ত। তাঁর মত প্রতিকূলতার মাঝেও যারা স্বপ্ন দেখে এবং তা পূরণে দৃঢ়প্রতিজ্ঞ থাকে আল-আমিন ইসলাম তাদেরই উজ্জ্বল প্রতিচ্ছবি।
Leave a Reply