উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (৩০ জুন) বিকাল ৬টার দিকে কুড়িগ্রাম-চিলমারী আঞ্চলিক মহাসড়কের মিনাবাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম ওবাইদুল ইসলাম (৪০)। তিনি উলিপুর উপজেলার কামাল খামার ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মরহুম মাওলানা আফজাল হোসেনের ছোট ছেলে। ওবাইদুল ইসলাম একই মাদ্রাসায় কম্পিউটার কাম অপারেটর পদে কর্মরত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ওবাইদুল ইসলাম বিকালে বাড়ি থেকে উলিপুরে যাওয়ার পথে একটি গাড়ি ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং সঙ্গে থাকা আরও তিনজন যুবক আহত হন, তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
আহতদের দ্রুত কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, ওবাইদুল ইসলামের মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
উলিপুর উপজেলার পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) জানান ঘটনাস্থলে আমাদের টিম উপস্থিত হয়ে এর আলামত ও অপরাধীর দোষ সনাক্ত করার চেষ্টা চলছে সনাক্ত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।
Leave a Reply