কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার সদর উপজেলা পরিষদ সভাকক্ষে সোমবার (৩০ জুন) উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির day-long প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার আয়োজন করে বেসরকারি সংস্থা লাইট হাউজ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাঈদা পারভীন কর্মশালার উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দুর্যোগের সময় মানুষের পাশে থাকতে হবে। লাইট হাউজ যেভাবে কাজ করছে, তাতে জনগণ দুর্যোগ-পূর্ব, দুর্যোগকালীন ও দুর্যোগ-পরবর্তী করণীয় সম্পর্কে সচেতন হবে।” তিনি আরও বলেন, নদী খননের মাধ্যমে বন্যার ঝুঁকি অনেকাংশে হ্রাস করা সম্ভব।
প্রশিক্ষক হিসেবে কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদাত শাহরিয়ার এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জসিম উদ্দিন। ডা. সাদাত শাহরিয়ার দুর্যোগকালীন স্বাস্থ্য সমস্যা, মানসিক স্বাস্থ্য বিশেষ করে নারী ও কিশোরীদের স্বাস্থ্য সমস্যা ও করণীয় নিয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করেন। মো. জসিম উদ্দিন দুর্যোগ ব্যবস্থাপনার মৌলিক ধারণা, পূর্বপ্রস্তুতি, তাৎক্ষণিক প্রতিক্রিয়া এবং পরবর্তী করণীয় সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
কর্মশালায় মতামত প্রদান করেন উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমত আরা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. কামরুল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।
‘Empowering Communities for Inclusive Disaster Resilience: A CSO-Media Partnership to Protect Safety of Women and Girls’ প্রকল্পের আওতায় কুড়িগ্রামের পাঁচটি উপজেলায় (সদর, রাজারহাট, উলিপুর, চিলমারী ও রাজিবপুর) এ কর্মসূচি বাস্তবায়ন করছে লাইট হাউজ। প্রকল্পটি ইউরোপিয়ান ইউনিয়ন, ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল-১৯ এর আর্থিক সহায়তায় পরিচালিত হচ্ছে।
প্রশিক্ষণ সঞ্চালনা ও প্রকল্পের ধারণা তুলে ধরেন লাইট হাউজের প্রকল্প সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলম। এসময় উপস্থিত ছিলেন ফাইন্যান্স অ্যাসিস্টেন্ট জেনেফার জান্নাত, সদর উপজেলা সমন্বয়কারী মো. রিপকন আলী ও অঞ্জলি রানী।
Leave a Reply