নিজস্ব প্রতিনিধি:
গণঅধিকার পরিষদ (জিএপি) কুড়িগ্রাম জেলা শাখার অধীন চিলমারী উপজেলা শাখার তিন মাস মেয়াদি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি জেলা কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
নতুন কমিটিতে মোঃ হাফিজ মিয়াকে আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া কমিটিতে আরও চারজনকে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। তারা হলেন— মোঃ জাহেদুল ইসলাম (আপেল), মোঃ মাহবুবুর রহমান (নাজমুল), মোঃ হুমায়ুন আলী এবং মোছাঃ নাজমা ফেরদৌসি হক।
কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সাইফুল ইসলাম (টিপু)। তার সঙ্গে আরও চারজন সদস্য সচিব হিসেবে রয়েছেন— মোঃ হাসান, মোঃ রাকিব আহমেদ, মোঃ শাকিল মিয়া ও মোঃ আব্দুল্লাহ (প্রবাল)।
কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মোঃ আনোয়ারুল ইসলাম, মোঃ আইয়ুব আলী (মাস্টার), মোঃ মাসুদ রানা (মিন্টু), মোঃ আলাউল ইসলাম ও মোঃ মাসুদ রানা।
এ কমিটির অনুমোদনে স্বাক্ষর করেন গণঅধিকার পরিষদ, কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সাযযাদ হোসেন পলাশ এবং সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার কামাল আজাদ।
জেলা নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত এ আহ্বায়ক কমিটি চিলমারী উপজেলায় গণঅধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করবে।
—
Leave a Reply