চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় নাজিম মিয়া (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন তার দুই বন্ধু আলিফ (১৫) ও সয়ন কুমার (১৬)।
রবিবার (২৯ জুন) রাত সাড়ে ৮টায় উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্ধা এলাকার একটি ইটভাটার পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজিম উপজেলার ৩নং থানাহাট ইউনিয়নের ছোটকুষ্টারী এলাকার বাসিন্দা ও টেলিকম ব্যবসায়ী ফারুক মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পর নাজিম তার দুই বন্ধু সাইফুল ইসলামের ছেলে আলিফ ও রঘুনাথের ছেলে সয়নকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয়। পথিমধ্যে মাচাবান্ধা এলাকায় একটি ইটভাটার পাশে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তারা রাস্তায় পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নাজিমের মৃত্যু হয়। আহত অবস্থায় আলিফ ও সয়নকে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আবু রায়হান জানান, “নাজিমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ধারণা করা হচ্ছে তিনি ঘটনাস্থলেই মারা গেছেন।”
পরিবার সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১২টায় জানাজা শেষে নাজিমের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
Leave a Reply