এনামুল হক সরকার,রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি:
নিরাপদ কর্মস্থল চেয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করছে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্টাফরা।সোমবার(৩০জুন)সকাল এগারোটায় রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন চত্বরে স্টাফদের অংশগ্রহণে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।
সমাবেশে বক্তারা বলেন,গত ২৮শে জুন রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ফার্মাসিস্ট আবু মোত্তালেব মামুনের উপর বর্বর হামলার ঘটনা ঘটে।আমরা চাই এ বর্বর হামলায় জরিত অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা।পাশাপাশি হাসপাতালে কর্মরত অন্যান্য স্টাফদের নিরাপত্তা চাই।
বাংলাদেশ ডিপ্লোমা এসোসিয়েশন কুড়িগ্রাম জেলা শাখার ব্যানারে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার মনীষা দাস, শিশু কন্সান্টেন্ট ডা: উম্মে কুলসুম বিউটি,মেডিকেল টেকনোলজিস্ট আনোয়ার হোসেন,জুনিয়র ফার্মাসিস্ট জাহিদ হাসান,অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর উজ্জ্বল রায়,সিনিয়র স্টাফ নার্স শারমিন নাহার,মিডওয়াইফ লতা রায়সহ অন্যান্যরা।উল্লেখ্য গত ২৮শে জুন শনিবার দুপুরে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফার্মাসিস্ট ডিউটিতে এসে বর্বর হামলার শিকারের ঘটনা ঘটে। এঘটনায় রাজারহাট থানায় অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করেন আহত ফার্মাসিস্ট আবু মোত্তালেব মামুন।
Leave a Reply