নিজস্ব প্রতিবেদক:
কুড়িগ্রামের উলিপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর খাবার সরবরাহ কর্মসূচি স্কুল ফিডিং চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ জুন) বিকেল পাঁচটায় উলিপুর উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং সর্বস্তরের জনগণ। মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ সংগঠনের আহ্বায়ক সহকারী শিক্ষক রাকিবুল হাসান রাশেদ, সদস্য সচিব জোবায়দুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উলিপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হায়দার আলী মিয়া, এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা।
বক্তারা বলেন, কুড়িগ্রাম জেলার নয়টি উপজেলার মধ্যে সাতটি উপজেলায় স্কুল ফিডিং কার্যক্রম চালু করা হলেও, উলিপুর উপজেলাকে এই কর্মসূচির আওতায় আনা হয়নি, যা অত্যন্ত হতাশাজনক। মঙ্গাপীড়িত ও নদীভাঙনকবলিত এই উপজেলায় শিক্ষার্থীরা নানাভাবে সুবিধাবঞ্চিত। এর মধ্যে উল্লেখযোগ্য সমস্যা হলো বাল্যবিবাহ, মাদকাসক্তি ও শিশুশ্রম।
তাঁরা আরও বলেন, স্কুল ফিডিং চালু না হলে শিক্ষার্থীদের স্কুলছুট হওয়ার ঝুঁকি আরও বাড়বে। ফলে শিশুদের বিদ্যালয়মুখী করা এবং শিক্ষা ব্যবস্থায় তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে অবিলম্বে উলিপুর উপজেলাকে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় আনার দাবি জানান বক্তারা।
Leave a Reply