নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম | নাগেশ্বরী, ২৫ জুন ২০২৫
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে সুপারি বাজার সংলগ্ন রায়গঞ্জ হাসপাতালের পাশে অবস্থিত গুদামটিতে হঠাৎ আগুন লেগে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। স্থানীয়রা দ্রুত আগুন নেভানোর চেষ্টা শুরু করেন এবং খবর পেয়ে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে ততক্ষণে গুদামের ভেতরে রাখা মালামাল সম্পূর্ণভাবে পুড়ে যায়, যার ফলে মালিক পক্ষের ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
Leave a Reply