নিজস্ব প্রতিবেদক:
কৃষকবান্ধব সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৪-২০২৫ অর্থবছরের খরিপ-২ মৌসুমে নাগেশ্বরী উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১৭০০ জন প্রান্তিক সুবিধাভোগী কৃষকের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
এক বিঘা জমিতে চাষের জন্য প্রতিজন কৃষককে ৫ কেজি উফশী ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
সোমবার (২৩ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব সিব্বির আহম্মেদ।
উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন,সরকার সবসময় কৃষকের পাশে আছে এবং থাকবে। কৃষি প্রণোদনার মাধ্যমে কৃষকের উৎপাদন ব্যয় হ্রাস করে তাদের লাভবান করাই সরকারের লক্ষ্য। কৃষক লাভবান হলে দেশও সমৃদ্ধ হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শাহরিয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তাফিজার রহমান ও মোঃ আঃ আলিম।
এ উপলক্ষে সুবিধাভোগী কৃষকরা তাদের মতামত তুলে ধরেন।
এ সময় কৃষক আব্দুল গফুর বলেন,আমার মতো গরিব কৃষকের জন্য সরকার বিনামূল্যে সার-বীজ দিচ্ছে, এতে আমি খুব উপকৃত হবো। এতে চাষে খরচ কমবে।
আলোচনায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় কৃষি উদ্যোক্তা ও জনপ্রতিনিধিরাও।
এই কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক কৃষকরা যেমন উপকৃত হবেন, তেমনি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জাতীয় খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পথও সুগম হবে বলে মত দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Leave a Reply