রৌমারী প্রতিনিধি:
‘মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়’—এই কঠোর মনোভাবকে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারীর মোল্লারচর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৫ জুন) এ অভিযানের তথ্য জানানো হয় জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে।
জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি‘র) অধিনায়ক লেঃ ক: হাসানুর রহমান জানান, খাটিয়ামারি গ্রাম নামক স্থান দিয়ে মাদকদ্রব্য ভারত হতে বাংলাদেশে পাচারের সময় বিজিবি’র বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১০৬৩ মেইন পিলার হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খাটিয়ামারি গ্রাম নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়।
বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ৩৫ বিজিবি সদস্যরা।
Leave a Reply