নিজস্ব প্রতিবেদক | কুড়িগ্রাম সংবাদ | ১৫ জুন ২০২৫
গাইবান্ধা রেলওয়ে স্টেশনে স্টেশন মাস্টার আবুল কাশেমকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে আনোয়ারুল হক ও তার স্ত্রী মহিমা বেগমকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। রবিবার (১৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার।
গ্রেফতারকৃত আনোয়ারুল হক কুড়িগ্রাম সদর উপজেলার মোহাম্মদ আলীর ছেলে। তিনি ও তার স্ত্রী কুড়িগ্রাম থেকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন।
সূত্র জানায়, শনিবার দুপুরে লালমনি এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের মধ্যে একটি বিরোধ মেটাতে গিয়ে স্টেশন মাস্টার আবুল কাশেম ও এক যুবকের মধ্যে হাতাহাতি শুরু হয়। মুহূর্তেই তা সংঘর্ষে রূপ নেয়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যেখানে দেখা যায়—স্টেশনের প্ল্যাটফর্মের নিচে রেললাইনের পাশে এক যুবক ও স্টেশন মাস্টার একে অপরকে কিল-ঘুষি ও লাথি মারছেন। এ সময় যুবকের স্ত্রী মহিমা বেগমও সেখানে উপস্থিত হয়ে যুক্ত হন।
স্থানীয়রা অভিযোগ করেন, ঘটনাটি স্টেশনে কর্তব্যরত পুলিশের সামনেই ঘটলেও তারা তাৎক্ষণিকভাবে কোনো পদক্ষেপ নেয়নি। অনেকে বলেন, “স্টেশন মাস্টার বা রেলওয়ে পুলিশের গায়ে যদি পোশাক থাকতো, তাহলে হয়তো এমন ঘটনা ঘটত না। একজন সরকারি কর্মকর্তার সঙ্গে এমন অশোভন আচরণ অপ্রত্যাশিত এবং নিন্দনীয়।”
রেলওয়ে থানার ওসি খাইরুল ইসলাম তালুকদার জানান, “ঘটনার পর স্টেশন মাস্টার লিখিত অভিযোগ করলে আনোয়ারুল হক ও তার স্ত্রীকে বগুড়া-সান্তাহার রুটে চলন্ত লালমনি এক্সপ্রেস থেকে গ্রেফতার করা হয়। পরে তাদের গাইবান্ধা আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।”
Leave a Reply