কুড়িগ্রাম প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ বলেছেন, “বাংলাদেশের যুবসমাজকে একশ্রেণির রাজনৈতিক গোষ্ঠী সচেতনভাবে দলদাসে পরিণত করতে চায়। তাদের কর্মক্ষমতা বাড়ানোর বদলে মাদকাসক্ত করা হয়, সন্ত্রাসী ও দলীয় ক্যাডারে পরিণত করা হয়। আমরা এই যুব সমাজের আমূল পরিবর্তন চাই।”
রবিবার (১৫ জুন) বিকেলে কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত এনসিপির অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তি, কুড়িগ্রাম জেলা শাখার আয়োজিত জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মুজাহিদ আরও বলেন, “যুবকরা আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ আমানত। আমরা তাদের দিয়ে চাঁদাবাজি করাবো না। বরং কাজ ও প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলবো। কুড়িগ্রামের যুবকরাই হবে এই জেলার উন্নয়নের প্রধান হাতিয়ার।”
তিনি আরও বলেন, “আমরা বেকার যুবসমাজ চাই না। আমরা চাই তারা কাজ করুক, উদ্যোগ নিক, দেশ গড়ার অংশীদার হোক। যুবকদের কর্মক্ষম করা গেলে কেবল কুড়িগ্রাম নয়, সমগ্র বাংলাদেশ এগিয়ে যাবে।”
সভায় আরও বক্তব্য রাখেন–
জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক (কুড়িগ্রাম জেলার দায়িত্বপ্রাপ্ত) শাওন মোস্তফা, আকরাম হোসেন, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক গোলাম মোনাব্বের, কুড়িগ্রাম জেলার প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া, জাতীয় যুবশক্তির জেলা সংগঠক ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান লিমন, মিনারুল ইসলাম ও তারিকুজ্জামান তমাল।
সভায় উপস্থিত ছিলেন এনসিপির জেলা যুগ্ম সমন্বয়কারী রাশেদুজ্জামান তাওহীদ, মোজাম্মেল হক বাবু, জেলা সদস্য আসাদুজ্জামান, নুরুন্নবী সরকার, আমিরুজ্জামান সরকার লিটু প্রমুখ নেতৃবৃন্দ।
Leave a Reply