স্পোর্টস ডেস্ক:
আইসিসির মঞ্চে বারবার স্বপ্নভঙ্গ, বারবার সেমিফাইনাল থেকে ফিরে আসা—এটাই যেন ছিল দক্ষিণ আফ্রিকার নিয়তি। সেই কারণে ‘চোকার’ (চাপের মুহূর্তে ভেঙে পড়া দল) তকমা দীর্ঘদিন ধরে বয়ে বেড়িয়েছে দলটি। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে পৌঁছে আশার আলো দেখালেও, ভারতের বিপক্ষে হেরে আবারও শিরোপার দরজায় গিয়ে ফিরতে হয় প্রোটিয়াদের।
তবে এবার সব সমালোচনার জবাব তারা দিয়েছে মাঠে।
লর্ডসের ঐতিহাসিক ফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা, যা তাদের ক্রিকেট ইতিহাসে প্রথম কোনো আইসিসি বিশ্ব শিরোপা।
Leave a Reply