কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাজির মোড় বাজার এলাকায় সেনাবাহিনী ও স্থানীয় পুলিশের যৌথ অভিযানে ১৩ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধারসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) রাতে এ অভিযান চালানো হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রংপুর এরিয়ার ৭২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ২২ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের কুড়িগ্রাম সেনা ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে একদল সেনা সদস্য ও ফুলবাড়ী থানা পুলিশের সদস্যরা অভিযানে অংশ নেন।
আটককৃত মাদক কারবারিরা হলেন–মো. জাহিদ (৩৫), মো. রজ্জাক (৩৬)
সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, ফুলবাড়ী উপজেলার কাজির বাজার এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা এবং সেবীদের আনাগোনা চলছিল। এর প্রেক্ষিতে সেনা-পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ দুইজনকে আটক করে। উদ্ধার করা ফেনসিডিল ও আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Leave a Reply