কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক বাংলাদেশি দম্পতি ও তাদের চার সন্তানসহ একই পরিবারের ৬ জনকে ফেরত পাঠিয়েছে। শনিবার (১৪ জুন) ভোরে সীমান্তের ৮৭ নম্বর প্রধান খুঁটির কাছ দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ।
পরে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির কমান্ডার আনোয়ার হোসেন ওই ছয়জনকে উদ্ধার করে দর্শনা থানায় হস্তান্তর করেন। বর্তমানে তাদেরকে দর্শনার পূর্ব রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে আশ্রয় দেওয়া হয়েছে।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন:
কুড়িগ্রাম জেলার বাসিন্দা মরহুম কিতাব আলীর ছেলে মো. শাহাজান (৪০), তার স্ত্রী কহিনুর (৩৫), মেয়ে সাবিহা খাতুন (১৮), শারমিন খাতুন (১৫), মিশু সাথী খাতুন (৮) এবং একমাত্র ছেলে নাজমুল (১)।
শাহাজান জানান, প্রায় ১৯-২০ বছর আগে তারা কুড়িগ্রাম সীমান্ত পেরিয়ে ভারতের হরিয়ানা রাজ্যে চলে যান এবং সেখানেই বসবাস করে আসছিলেন। তবে সম্প্রতি ভারতীয় লোকজন তাদেরকে জানিয়ে দেয়—কোনো বাংলাদেশি আর ভারতে থাকতে পারবে না। পরে জোর করে তাদের দেশত্যাগে বাধ্য করা হয়।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর বলেন,
“ভারত থেকে ফেরত পাঠানো পরিবারটিকে বিজিবি আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা বিষয়টি কুড়িগ্রাম থানায় জানিয়ে বেতার বার্তা পাঠিয়েছি এবং আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।”
দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান বলেন,
“৬ জনকে পূর্ব রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে। তাদের খাবার, বিশ্রাম এবং গোসলের ব্যবস্থা করা হয়েছে। কুড়িগ্রাম থেকে তাদের আত্মীয়স্বজন আসলে, তাদের কাছে হস্তান্তর করা হবে।”
Leave a Reply