কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারীতে ২৫ বছর আগে দাফন করা এক ব্যক্তির লাশ অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ফকিরের হাট এলাকায়। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় বাসিন্দা মো. লিটন মিয়া।
জানা গেছে, শনিবার (১৪ জুন) দুপুরে ফকিরের হাট হাফিজিয়া আলিম মাদ্রাসার ভবন নির্মাণকাজ চলাকালীন সময়ে মাদ্রাসার পেছনের মাঠে ভেকু মেশিন দিয়ে মাটি খনন করার সময় একটি সাদা কাপড়ে মোড়ানো মরদেহের কিছু অংশ বেরিয়ে আসে। মাটি ধসে পড়লে বিষয়টি নজরে আসে স্থানীয়দের। পরে গ্রামবাসীরা ঘটনাস্থলে গিয়ে মাটি সরিয়ে মরদেহটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
স্থানীয়রা মরদেহ শনাক্ত করেন। মৃত ব্যক্তির নাম বাহের আলী। তিনি ওই ইউনিয়নের খারুয়ার পাড় গ্রামের আতিম শেখের ছেলে। বাহের আলী ছিলেন ফকিরের হাট হাফিজিয়া আলিম মাদ্রাসার জমিদাতা এবং দীর্ঘদিন মাদ্রাসাটির দপ্তরির দায়িত্ব পালন করেন। এলাকাবাসীর ভাষ্য, তিনি ছিলেন একজন সৎ, ধর্মভীরু ও পরহেজগার মানুষ। মৃত্যুর পর প্রায় ২৫ বছর আগে মাদ্রাসার পেছনের মাঠেই তাকে দাফন করা হয়েছিল।
ঘটনার পর স্থানীয় আলেমদের পরামর্শ অনুযায়ী মরদেহটি পুনরায় উত্তোলন করে, রানীগঞ্জ ইউনিয়নের ফকিরের হাট এলাকার মসজিদের পাশে একটি সামাজিক কবরস্থানে জানাজা ছাড়াই দাফন করা হয়।
চিলমারী মডেল মসজিদের খতিব হাফেজ মামুনুর রশীদ বলেন,
“হাদিস শরিফ ও নবী-রাসূলদের ঘটনা থেকে জানা যায়, যারা আল্লাহর প্রিয় বান্দা, কিংবা শহীদি মর্যাদা লাভ করেন, অনেক সময় তাঁদের লাশ আল্লাহ অক্ষত রাখেন। এটি এক ধরনের কুদরতি বিষয়। তবে অক্ষত দেহ পাওয়া মানেই শতভাগ জান্নাতি বা প্রিয় বান্দা বলা যাবে না। এ ব্যাপারে চূড়ান্ত জ্ঞান আল্লাহরই।”
Leave a Reply