রৌমারী প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে দুই মাদকাসক্ত যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচালিত এই অভিযানে অভিযুক্তদের নিজ নিজ অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়।
রৌমারী থানা সূত্রে জানা যায়, উপজেলার ইজলামারী গ্রামের মোঃ খয়রাত হোসেন অভিযোগ করেন, তার ছেলে মোঃ আবু সুফিয়ান (২৫) দীর্ঘদিন ধরে মাদকে আসক্ত। বহুবার সচেতন করেও তাকে মাদক থেকে ফিরিয়ে আনতে ব্যর্থ হন তিনি। একপর্যায়ে তিনি পুলিশের সহায়তা কামনা করেন।
একইভাবে চাক্তাবাড়ি গ্রামের মুসলীম উদ্দিন থানায় অভিযোগ করে জানান, তার ছেলে মোঃ লিমন মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পরিবারের জন্য চরম অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। মাদকের টাকার জন্য প্রায়ই বাড়িতে অশান্তি সৃষ্টি করে সে।
অভিযোগ পেয়ে রৌমারী থানার একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আবু সুফিয়ান ও লিমন মিয়াকে মাদকাসক্ত অবস্থায় আটক করে থানায় নিয়ে আসে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের উভয়কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
Leave a Reply