ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে নাঈম ইসলাম (১৪) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের পশ্চিম পানিমাছকুটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাঈম ইসলাম ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে ও ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। ঘটনার সময় তার মা কাকলি বেগম ও বড় ভাই কাইয়ুম ইসলাম পাশে ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাম পাড়ার জন্য বাড়ির পাশের সড়কের ধারে একটি উঁচু জামগাছে উঠে নাঈম। এক ডাল থেকে আরেক ডালে যাওয়ার সময় হঠাৎ পা পিছলে নিচে পাকা সড়কে পড়ে যায় সে। এতে তার মাথায় আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হয়।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কিন্তু অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।
ছেলের মৃত্যুতে মা ও ভাইয়ের আহাজারিতে এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply