রৌমারী প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী থানায় রিমান্ডে থাকা আসামিকে আপ্যায়নের অভিযোগে পুলিশ বিভাগে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে এএসআই হাবিবুর রহমানকে কুড়িগ্রাম পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে এবং এসআই আব্দুল আওয়ালকে বদলি করা হয়েছে ঢুষমারা থানায়।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ভার:) নন্দনাল চৌধুরী জানান, গত বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলা পুলিশ সুপারের নির্দেশে এএসআই হাবিবুর রহমানকে ঢাকা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। অপর একজন আব্দুল আওয়াল নামের এসআইকে ঢুষমারা থানায় বদলি করা হয়েছে।
পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা যায়, গত ২৭ মে (মঙ্গলবার) রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের আলগার চর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসংশ্লিষ্টতা অভিযোগে আনোয়ার হোসেন (৪৯) ও তার ছেলে মানিক মিয়াকে (২৯) আটক করে পুলিশ। এসময় স্থানীয়দের বাধার মুখে পড়লে পুলিশ আত্মরক্ষার্থে আট রাউন্ড গুলি ছোড়ে। পরে তাদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়। আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে আনার জন্য এএসআই হাবিবুর রহমান কনস্টেবলসহ কুড়িগ্রাম জেল গেটে যান। কিন্তু তিনি নিজে না থেকে কনস্টেবলের মাধ্যমে আসামিদের থানায় পাঠিয়ে দেন। বিষয়টি পুলিশ সুপারকে জানানো হলে দায়িত্বে অবহেলার কারণে তাকে ক্লোজড করা হয়।
অপরদিকে, থানায় রিমান্ডে থাকা দুই আসামিকে অপ্রত্যাশিতভাবে আপ্যায়ন করার, যাকে স্থানীয়ভাবে ‘জামাই আদর’ বলা হচ্ছে, এমন ঘটনায় এসআই আব্দুল আওয়ালকে ঢুষমারা থানায় বদলি করা হয়েছে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ভার:) নন্দনাল চৌধুরী বিষয়টি নিশ্চত করে বলেন, উদ্ধর্তন কর্তৃপক্ষের নিদের্শে একজনকে ক্লোজড ও আরেকজনকে বদলি করা হয়েছে।
Leave a Reply