স্পোর্টস ডেস্ক:
আর মাত্র কয়েক ঘণ্টা পরেই শুরু হতে যাচ্ছে টেস্ট ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও রোমাঞ্চকর প্রতিযোগিতা—আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের ফাইনাল। টেস্ট ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এবার মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।
অস্ট্রেলিয়ার অভিজাত যাত্রা
চলমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্যে মাঠে নামছে। এই ফাইনালে তাদের পথ ছিল তুলনামূলক সহজ ও সুসংগঠিত। দলের ব্যাটিং লাইনআপে রয়েছে অভিজ্ঞতা ও স্থায়িত্ব—উসমান খাজা, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ ও ট্রাভিস হেডের ব্যাটে আসতে পারে বড় রানের পাহাড়। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ক্যামেরন গ্রিন এবং তরুণ প্রতিভা বিউ ওয়েবস্টারও রয়েছেন আলোচনায়।
বোলিং আক্রমণে আগের মতোই বিধ্বংসী প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও স্পিন বিভাগে নাথান লায়ন। সবমিলিয়ে একটি ভারসাম্যপূর্ণ ও অভিজ্ঞ দল নিয়ে অস্ট্রেলিয়া মাঠে নামছে।
দক্ষিণ আফ্রিকার সংগ্রামী পথচলা
অন্যদিকে দক্ষিণ আফ্রিকার ফাইনালে ওঠা ছিল এক লড়াইয়ের গল্প। ভারত, ইংল্যান্ড ও পাকিস্তানের মতো শক্ত প্রতিপক্ষকে পেছনে ফেলে জায়গা করে নিয়েছে তারা। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ ও অস্ট্রেলিয়ায় সিরিজ হার—এই ধাক্কা সামলে ঘরের মাঠে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে টানা চার জয়ে অর্জন করে ফাইনালের টিকিট।
দলের ব্যাটিং দায়িত্বে আছেন অধিনায়ক টেম্বা বাভুমা, ফর্মে থাকা রায়ান রিকেলটন ও উইয়ান মাল্ডার। বোলিং বিভাগে কেশব মহারাজ, কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন এবং ইনজুরি কাটিয়ে ফেরা লুঙ্গি এনগিডি থাকায় ব্যাটে-বলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের ইঙ্গিত মিলছে।
আবহাওয়ার শঙ্কা ও রিজার্ভ ডে
ফাইনাল ম্যাচ চলাকালীন আবহাওয়ার কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই নির্ধারিত পাঁচ দিনে ম্যাচ শেষ না হলে রাখা হয়েছে একটি অতিরিক্ত রিজার্ভ ডে। তবে সকল প্রচেষ্টা সত্ত্বেও যদি ম্যাচ ড্র হয় কিংবা পরিত্যক্ত হয়, তবে দু’দলকেই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।
Leave a Reply