স্পোর্টস ডেস্ক:
প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে এটি সেলেসাওদের প্রথম জয়, যা দক্ষিণ আমেরিকা অঞ্চল (কনমেবল) বিশ্বকাপ বাছাইয়ে দলটির আত্মবিশ্বাস ফেরানোর পথ খুলে দিয়েছে।
বাছাইপর্বের আগের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিলো ব্রাজিলকে। কিন্তু দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ভিন্ন চেহারায় দেখা যায় আনচেলত্তির শিষ্যদের। শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনিয়াদের আক্রমণভাগ। একাধিক সুযোগ তৈরি হলেও গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় প্রথমার্ধের একেবারে শেষদিকে।
৪৪ মিনিটে কুনিয়ার পাস থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র, যা ম্যাচের একমাত্র গোল হিসেবেই জয় নিশ্চিত করে সেলেসাওদের জন্য। দ্বিতীয়ার্ধেও একাধিক সুযোগ তৈরি করে ব্রাজিল, তবে গোল পায়নি। বরং ৭৮ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় ভিনিসিয়ুসকে।
এই জয়ের ফলে কনমেবল অঞ্চলের পয়েন্ট তালিকায় তিন নম্বরে উঠে এসেছে ব্রাজিল, আর সেইসঙ্গে নিশ্চিত করেছে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে সরাসরি অংশগ্রহণ।
আনচেলত্তির অধীনে নতুন ব্রাজিল কতদূর যেতে পারে, তা সময়ই বলে দেবে। তবে অভিষেকেই তার কৌশলে জয় পাওয়াটা দলটির জন্য ইতিবাচক ইঙ্গিত নিঃসন্দেহে।
Leave a Reply