বিশেষ প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের নয়া চর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় আজ ৯ জুন (রবিবার) অনুষ্ঠিত হলো এক মনোজ্ঞ ও হৃদ্যতাপূর্ণ ইদ পুনর্মিলনী অনুষ্ঠান। “সম্প্রীতির মোহনগঞ্জ” ব্যানারে আয়োজিত এ অনুষ্ঠানটি পরিণত হয় এক মহামিলনমেলায়, যেখানে অংশগ্রহণ করেন এলাকার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বহু অতিথি।
অনুষ্ঠানের সভাপতিত্ব ও উদ্বোধন করেন ড. গোলাম আযম আজাদ।উপস্থিত ছিলেন প্রানীসম্পদ অধিদপ্তরের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. গোলাম আযম, বিশিষ্ট ব্যক্তিত্ব নুরুল হক, জাকিরুল ইসলাম, রাজিবপুর উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমান, শফিউল আলম বিএসসি প্রমুখ।
“স্মৃতির টানে, প্রিয় ভুবনে, এসো মিলি প্রিয়জনের বন্ধনে”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে ছিল স্মৃতিচারণ, পুরনো বন্ধুদের সঙ্গে পুনর্মিলন, খাবার পরিবেশন, খেলাধুলা পরিবেশনা ও হৃদ্যতাপূর্ণ সংবর্ধনা।
সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত চলা এই আয়োজনে আমন্ত্রিত অতিথিদের জন্য ছিল বিশেষ আমন্ত্রণপত্র। অনুষ্ঠানের প্রতিটি পর্ব ছিল আনন্দমুখর ও সবার অংশগ্রহণে ভরপুর।
এই মহতী আয়োজনের মূল দায়িত্বে ছিল “ইদ পুনর্মিলনী উদযাপন কমিটি–২০২৫” এবং সার্বিক তত্ত্বাবধানে ছিল “সম্প্রীতির মোহনগঞ্জ” সংগঠন।
জনসাধারণের অভিমত অনুযায়ী, এটি ছিল রাজিবপুর উপজেলার ইতিহাসে অন্যতম বৃহৎ সামাজিক অনুষ্ঠান। এই ইদ পুনর্মিলনী শুধু একটি উৎসবই নয়, বরং সামাজিক ঐক্য, বন্ধুত্ব ও সম্প্রীতির এক অনন্য নিদর্শন হয়ে উঠেছে।
Leave a Reply