স্পোর্টস ডেস্ক:
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে আগামীকাল সন্ধ্যা ৭টায় সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে জয়ের বিকল্প দেখছেন না দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।
ম্যাচের আগেই বাংলাদেশ দলের অন্যতম আলোচিত খেলোয়াড় হামজা চৌধুরীর প্রতি শুভকামনা জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিশ্বখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসান। নিজের শুভেচ্ছাবার্তায় সাকিব লিখেছেন,
“সিঙ্গাপুরের বিপক্ষে হামজাকে জানাচ্ছি শুভ কামনা। আমি আশা করি, হামজা নিশ্চয়ই বাংলাদেশকে গর্বিত করবে।”
সাকিবের এমন বার্তায় আবেগাপ্লুত হামজা চৌধুরী বলেন,
“আসলেই সাকিবকে অনেক ধন্যবাদ। এই শুভেচ্ছাবার্তা আমার কাছে অনেক কিছু। কারণ— তিনি বাংলাদেশ ক্রিকেটের একজন লিজেন্ড।”
ফুটবল ও ক্রিকেট—দেশের দুই জনপ্রিয় খেলাধুলার দুই তারকার এমন আন্তরিক যোগাযোগে ভক্তদের মধ্যেও উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।
এদিকে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলেও আগ্রহ তৈরি হয়েছে। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে হামজা ও জামাল ভুইঁয়ার একটি ছবি পোস্ট করেছে। ক্যাপশনে লেখা হয়েছে—
“সিঙ্গাপুর পরীক্ষার জন্য প্রস্তুত হামজা-জামালের বাংলাদেশ।”
এখন সবদৃষ্টিই বৃহস্পতিবার সন্ধ্যার দিকে। মাঠে লড়াইয়ের সময় এগিয়ে আসছে, আর বাংলাদেশের সমর্থকরা আশা করছেন—হামজা, জামাল ও ক্যাবরেরার দল এই পরীক্ষায় জয় ছিনিয়ে নিয়ে দেশকে গর্বিত করবেন।
Leave a Reply