1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
রৌমারীতে সোনাভরি নদী দখল করে ভবন নির্মাণ, বর্ষায় হুমকিতে পানিপ্রবাহ কুড়িগ্রামে ভিজিএফ চাল বিতরণে ভয়াবহ অনিয়ম: তালিকায় এক হাজার ৮০০ সচ্ছল ব্যক্তির নাম রৌমারীতে কন্যাসন্তান হওয়ায় ‘মিষ্টির’ কার্টনে মাটি-ইটের গুঁড়া দিলেন জামাই হরমুজ প্রণালী বন্ধের সম্ভাবনা : ইসরায়েল-ইরান সংঘাতে এই সমুদ্রপথ কেন গুরুত্বপূর্ণ? ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণের কতটা কাছাকাছি? ইরানের হামলায় ইসরায়েলে নিহত বেড়ে ১০, আহত ২০০; হামলা করেছে হুথিরাও বিএসএফের ‘পুশ ইন’ ঠেকাতে কুড়িগ্রাম সীমান্তে রাতভর পাহারা এলাকাবাসীর চিলমারীতে ২৫ বছর আগে মারা যাওয়া ব্যক্তির অক্ষত লাশ উদ্ধার ‘চোকার’ তকমা ঘুচিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা, লর্ডসে প্রথম আইসিসি শিরোপা জয় কাল থেকে সারাদেশে ৫ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা

কুড়িগ্রামে বিশেষ অভিযানে আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৪১২ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে বিশেষ অভিযানে আওয়ামী লীগের ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) সকাল থেকে শনিবার (১০ মে) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, নাশকতা পরিকল্পনা ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে এই অভিযান চালানো হয়।

জেলা পুলিশের মিডিয়া অফিসার ও গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মো. বজলার রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, জেলায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগিতার অভিযোগে বিভিন্ন থানা এলাকা থেকে আওয়ামী লীগের ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১০ মে) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত নেতাকর্মীরা হলেন—

ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন যুবলীগ সভাপতি আতিকুর রহমান নয়ন (৪৮), শিমুলবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক জোবেদ আলী (৫৮), রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নুর নবী উজ্জ্বল (৪৫), নাগেশ্বরীর বল্লভেরখাস ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদ (৩২) ও সদস্য মিজানুর রহমান (৪২), নেওয়াশী ইউনিয়ন যুবলীগ সদস্য রায়হান ব্যাপারী (২৬), ভিতরবন্দ ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক নারায়ণ চন্দ্র সরকার (৩৫), ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি গোলাম মোস্তফা (৫২), উপজেলা যুবলীগ সদস্য রফিকুল ইসলাম রিপন (৪৫) ও সোনাহাট ওয়ার্ড যুবলীগ সভাপতি ইব্রাহিম (৪০), চিলমারী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য মমিনুল ইসলাম (৪০), সদর উপজেলা আওয়ামী লীগ সদস্য নুর ইসলাম (৬০), কুড়িগ্রাম পৌর আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক আব্দুল মজিদ মিঠু (৫০), উলিপুর উপজেলা যুবলীগ আহ্বায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম (৫২), এবং রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক তাজুল ইসলাম (৩৫)।

জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবির ওসি বজলার রহমান বলেন, ‘জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!