কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের বিএসসি (অনার্স) ইন এগ্রিকালচার ও বিএসসি (অনার্স) ইন ফিশারিজ প্রোগ্রামের লেভেল-১, সেমিস্টার-১ শিক্ষার্থীদের অংশগ্রহণে একদিনব্যাপী একটি শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। আজ ৭ মে ২০২৫ তারিখে চিলমারী উপজেলার চরবনগ্রাম, ফকিরহাট এলাকায় এ সফর অনুষ্ঠিত হয়।
সফরের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের পাঠ্যবিষয়ক ব্যবহারিক দক্ষতা ও ক্ষেত্রভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ করে দেওয়া। এতে শিক্ষার্থীরা মাঠপর্যায়ে কৃষি ও মৎস্যসম্পদের বাস্তব কার্যক্রম, জলজ সম্পদ ব্যবস্থাপনা ও স্থানীয় কৃষি বাস্তবতা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
সফরটি পরিদর্শন ও কার্যক্রম পর্যবেক্ষণে সরাসরি উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করে প্রাসঙ্গিক দিকনির্দেশনা প্রদান করেন। তাঁর গঠনমূলক পরামর্শ ও উৎসাহব্যঞ্জক বক্তব্য শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অনুষদের ডিন ও শিক্ষকগণ সফরসঙ্গী হিসেবে শিক্ষার্থীদের মাঠ পর্যবেক্ষণ ও বিশ্লেষণে সহায়তা করেন। শিক্ষার্থীরা হাতে-কলমে চাষাবাদ পদ্ধতি, মাছ চাষ ও স্থানীয় কৃষকদের অভিজ্ঞতা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা লাভ করেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, এই শিক্ষা সফর শিক্ষার্থীদের পুস্তকভিত্তিক শিক্ষার গণ্ডি পেরিয়ে গবেষণাভিত্তিক, উদ্ভাবনী ও দক্ষতাভিত্তিক শিক্ষায় এগিয়ে যেতে সহায়ক হবে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে আয়োজনের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
Leave a Reply