কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়া, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হুসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সদস্য এডভোকেট আশরাফ আলী, আবু হানিফ বিপ্লব, মোঃ হেলাল আমিন প্রমুখ।
এছাড়াও যুবদলের সভাপতি রায়হান আহমদ, যুবনেতা লেলিন, ঝিনুক, মোরশেদ হোসেন লিটু, আমিনুল, মানিক, চান্দ মিয়া, কৃষক দলের আহ্বায়ক মোঃ রিপন আহমেদ, ফেরদৌস আলী, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আমিমুল ইহসান, সাধারণ সম্পাদক মোঃ হাসান যুবায়ের হিমেলসহ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মমিনুন ইসলাম মমিন, জেলা শ্রমিক নেতা রিজন ও আজিজুল হক এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন, যার মধ্যে দৈনিক প্রলয়ের জেলা সংবাদদাতা মোঃ জাফর আহমেদ এবং দৈনিক দেশ প্রতিদিনের ক্রাইম রিপোর্টার মোঃ এরশাদুল হক উল্লেখযোগ্য।
দোয়া ও ইফতার মাহফিল শেষে নেতাকর্মীরা আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে মতবিনিময় করেন।
Leave a Reply