মোঃ আক্তারুজ্জামান সরকার, বিশেষ প্রতিনিধি:
রাজিবপুর উপজেলায় বিভক্ত সাংবাদিক সমাজকে একীভূত করার লক্ষ্যে আরেক ধাপ এগিয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে রাজিবপুরের সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এক অভিন্ন প্রেসক্লাব গঠনের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে এলাহী, রাজিবপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম, এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাহাঙ্গীর আলম বাবু।
উল্লেখ্য, উপজেলা প্রসাশনের পক্ষ থেকে জানানো হয়েছিলো যে, সাংবাদিকরা যদি নিজেদের মধ্যে ঐক্য স্থাপন করে একটি অভিন্ন প্রেসক্লাব গঠন করতে পারেন, তাহলে সেই প্রেসক্লাবের জন্য প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট জায়গা বরাদ্দ দেওয়া হবে। সেই বিষয়কে সামনে রেখে এর আগে, গত ১২ মার্চ রাজিবপুরের পাঁচটি পৃথক প্রেসক্লাবের সাংবাদিকরা একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়াসে আলোচনা সভা করেন।
সাম্প্রতিক এই মতবিনিময় সভায় সেই প্রক্রিয়াকে আরও এগিয়ে নেওয়ার উপর জোর দেওয়া হয়। ইউএনও ফজলে এলাহী বলেন, “রাজিবপুরের সাংবাদিকদের যদি একটি অভিন্ন ও কার্যকর প্রেসক্লাব গঠনের বিষয়ে ঐকমত্যে পৌঁছানো যায়, তাহলে প্রশাসন তাদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে। একীভূত প্ল্যাটফর্ম থাকলে সাংবাদিকতার পরিবেশ আরও সুসংগঠিত হবে, যা গণমাধ্যমের পেশাগত মান উন্নয়নে সহায়ক হবে।”
অনুষ্ঠানে সাংবাদিক নেতারাও ঐক্যবদ্ধ প্রেসক্লাব গঠনের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, একক ছাদের নিচে সংগঠিত হলে পেশাগত শক্তি ও সম্মান বাড়বে এবং রাজিবপুরের গণমাধ্যম আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।
রাজিবপুরের সাংবাদিকদের দীর্ঘদিনের বিভাজন দূর করে একটি অভিন্ন ও কার্যকর প্রেসক্লাব গঠনের লক্ষ্যে এই আলোচনা ও ইফতার মাহফিলকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। প্রশাসনের সহযোগিতা ও সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্রয়াস রাজিবপুরে একটি সুসংগঠিত গণমাধ্যম প্রতিষ্ঠার পথ সুগম করবে বলে আশা করা যাচ্ছে।
Leave a Reply