কুড়িগ্রাম প্রতিনিধি:
ফুলবাড়ীতে ঈদুল ফিতর উপলক্ষে ভালনেরাবল গ্রুপ ফিডিং বা ভিজিএফের ১০ কেজি চালের স্লিপ নেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন।
আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফুলবাড়ী উপজেলার বড়ভিটা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন বড়ভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলিল (৪৬), হাফিজুর রহমান (৪২), মুসা মিয়া (২৭), শাহারুল ইসলাম (৫০), মোকছেদুল হক (৪৫) ও বাবু মিয়া (৪০)। তাদের সবার বাড়ি বড়ভিটা গ্রামে।
আহতরা ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। তবে, আব্দুল জলিলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
বিএনপি কর্মী ও স্থানীয়রা জানান, আজ দুপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি নজির হোসেনের ছেলে আরিফুল ইসলামের নেতৃত্ব কয়েকজন নেতাকর্মী বড়ভিটা ইউনিয়ন পরিষদে গিয়ে প্রত্যেক জনপ্রতিনিধির কাছে ১০ কেজি চালের স্লিপ দাবি করেন। এতে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল গ্রুপের নেতাকর্মীরা ক্ষুদ্ধ হয়ে আরিফুলের সমালোচনা করেন। বিষয়টি জানতে পেরে সন্ধ্যায় বড়ভিটা বাজারে এসে বিএনপির এক কর্মীকে দোকান থেকে তুলে নিয়ে মারধর করেন। এর জেরে উভয়পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।
এ বিষয়ে আব্দুল মান্নান মুকুল গণমাধ্যমকে বলেন, ‘কিছু বিপথগামী নেতাকর্মীর জন্য এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বর্তমানে উপজেলা কমিটি নেই। জেলা বিএনপির আহ্বায়ককে ঘটনাটি জানানো হয়েছেন। তিনি ঢাকায় আছেন। ঢাকা থেকে এসে বিষয়টির সমাধান করবেন। আপাতত নেতাকর্মীরা শান্ত আছেন।’
নাম প্রকাশে অনিচ্ছুক বড়ভিটা ইউনিয়ন পরিষদের এক সদস্য বলেন, ‘ভিজিএফ দরিদ্রদের জন্য। তাদেরকে ঈদ উপলক্ষে এই ১০ কেজি চাল দেওয়া হয়। বিএনপির লোকজন গরীবদের চালে ভাগ বসাতে চাচ্ছেন। এখনো ভিজিএফের চাল বিতরণ করা হয়নি। দু-একদিনের মধ্যে চাল বিতরণ করা হবে।’
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply