সুহাইল আহমদ, জবি প্রতিনিধি:
শতাধিক শিক্ষার্থী নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাগুরা জেলা ছাত্রকল্যাণের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টের সেমিনার রুমে এ ইফতার মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা শিক্ষা র্বোডের আইটি প্রধান মন্জুরুল ইসলাম । তিনি তার বক্তৃতায় বলেন, মাগুরাকে শিকড় হিসেবে ধরে আমরা সবাই বাঁচতে চাই। মাগুরার শিক্ষার্থীরা যেন দেশের সকল পর্যায়ে প্রতিনিধিত্ব করতে পারে সেজন্য শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সকলকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জনের দিকে লক্ষ্য রাখতে বলেন। এছাড়াও তিনি তার বক্তব্যে মাগুরায় ধর্ষণের ফলে মৃত্যুবরণ করা আছিয়ার কথা স্মরণ করেন এবং এই ধর্ষণের বিচার দ্রুত কার্যকর যেন হয় সে আশা ব্যক্ত করেন।
ছাত্রকল্যাণ সংসদের সভাপতি রাফি ইশতিয়াক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহিন মিয়ার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও পল্লি উন্নয়ন এবং সমবায় উপদেষ্টার একান্ত সহকারী সচিব মো: মোয়াজ্জেম হোসেন। তিনি বলেন , ঢাকায় অবস্থিত আমরা মাগুরার সকলে যেন একই টেবিলে বসে একসাথে কাজ করতে পারি। মাগুরা জেলা কল্যাণ থেকে যে বৃত্তি প্রদান করা হয় সেই বৃত্তি কার্যক্রমে যেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে অগ্রাধিকার দেয়া হয় সেদিকে তিনি লক্ষ্য রাখবেন।
এসময় জেলা ছাত্রকল্যাণ সংসদের উপদেষ্টামন্ডলী, বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধি এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়াও এ অনুষ্ঠানে হাম নাদ ও গজল প্রতিযোগিতার আয়োজন করা হয়।
#
Leave a Reply