বিশেষ প্রতিনিধি:
কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের জুমারকুটি গ্রামের একটি গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘদিন ধরে ছিল বেহাল দশায়। চলাচলের অনুপযোগী হয়ে পড়া এই রাস্তায় দুর্ভোগ পোহাতে হচ্ছিল স্থানীয়দের। বিশেষ করে বর্ষার সময় কাদায় ভরে গিয়ে চলাচল করা আরও কঠিন হয়ে পড়তো।
দীর্ঘদিন যাবত রাস্তাটি বেহাল দশায় পড়ে থাকলে ব্যবস্থা গ্রহণ করেননি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অবশেষে বুধবার (১২ মার্চ) গ্রামের কিছু উদ্যমী যুবক নিজেরাই উদ্যোগ নিয়ে রাস্তাটি মেরামতের কাজ শুরু করেন। নিজস্ব প্রচেষ্টায়, শ্রম ও সামর্থ্য দিয়ে তারা রাস্তাটি চলাচলের উপযোগী করে তোলেন।
তাদের এমন উদ্যোগে খুশি স্থানীয়রা। এলাকাবাসী জানান, “এই রাস্তা দিয়ে আমাদের প্রতিদিন চলাচল করতে হয়। দীর্ঘদিন ধরে এটি ভাঙাচোরা অবস্থায় থাকলেও কেউ দেখেনি। এই তরুণরা নিজেদের উদ্যোগে কাজটি করেছে, যা সত্যিই প্রশংসনীয়।”
এদিকে, যুবকদের এই মহৎ উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসা কুড়িয়েছে। অনেকেই বলছেন, সরকারি উদ্যোগের অপেক্ষায় না থেকে নিজেদের সমস্যা নিজেরাই সমাধানের চেষ্টা করলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।
স্থানীয়রা আশাবাদী, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত রাস্তাটির স্থায়ী সংস্কারের ব্যবস্থা নেবে, যাতে ভবিষ্যতে আর এভাবে কষ্ট পেতে না হয়।
Leave a Reply