বেরোবি প্রতিনিধি:
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর দেড়টার দিকে শিক্ষা উপদেষ্টার দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষা-গবেষণার অগ্রগতি এবং প্রশাসনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। শিক্ষা উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন এবং শিক্ষার মানোন্নয়নে সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক অগ্রযাত্রার প্রশংসা করেন এবং বিশ্ববিদ্যালয়ের আরও উন্নতির জন্য উৎসাহ প্রদান করেন।
এ সময় ববি উপাচার্য শিক্ষা উপদেষ্টার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণে শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতা প্রত্যাশা করেন। সাক্ষাৎ শেষে উভয়েই শিক্ষাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply