নাজমুল হুদা,রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা কেন্দ্রের বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের প্রথম পছন্দ কেন্দ্রেই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকদের উদ্বেগের বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দুইটি ইউনিটের পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার (৭ মার্চ) সকালে অনুষ্ঠিত ভর্তি উপকমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ‘এ’ এবং ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২ শিফটে অনুষ্ঠিত হবে; ১ম শিফট সকাল ১১ থেকে ১২টা পর্যন্ত এবং ২য় শিফট দুপুর ২:৩০ থেকে বিকেল ৩:৩০ পর্যন্ত। আর ‘বি’ ইউনিটের পরীক্ষা শুধু মাত্র ১ শিফটে অনুষ্ঠিত হবে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
এছাড়াও সভায় সিদ্ধান্ত হয় যে, পরীক্ষার তারিখসমূহ অপরিবর্তিত থাকবে এবং ভর্তি পরীক্ষার্থীদের পূর্বের ইস্যু করা প্রাথমিক প্রবেশপত্রটি বাতিল বলে গণ্য হবে। শীঘ্রই পরীক্ষার্থীদের জন্য নতুন রোল নম্বর এবং প্রাথমিক প্রবেশপত্র ইস্যু করা হবে।
এদিকে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দুই শিফটেও ধারণ ক্ষমতা না থাকায় উপকেন্দ্রেও পরীক্ষা নেওয়া হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম।
তিনি বলেন, মূলত আমাদের সবচেয়ে বেশি সমস্যা হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আসন কম থকায়। এজন্য তাদের কর্তৃপক্ষেের সাথে কথা হয়েছে। পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ কিংবা প্রয়োজনে অন্য উপকেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে।
এছাড়া পরীক্ষার্থীরা ২-৩ দিনের মধ্যে নতুন অ্যাডমিট কার্ড পাবে বলেও তিনি জানান।
উল্লেখ্য, গত রবিবার (৫ মার্চ) ভর্তি পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড ও কেন্দ্র প্রকাশিত হলে দেখা যায় রংপুর ও রাজশাহী বিভাগের অনেক শিক্ষার্থীর ঢাকা কিংবা চট্রগ্রামে আসন পড়েছে। এর প্রেক্ষিতে সেদিন রাতেই আসন বিন্যাস পর্যালোচনা করার জন্য ভর্তি উপ কমিটির বৈঠক আহবান করা হয়েছিলো।
Leave a Reply