এনামুল হক সরকার
রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পরও চলছে অবৈধ মেসার্স ডি,কে ব্রিকস ইটভাটা।অভিযান চালিয়ে জরিমানাসহ অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দিলেও মালিকপক্ষ তা মানছেন না।
স্থানীয়দের অভিযোগ,অভিযানে বন্ধের নির্দেশ দেওয়ার কয়েকদিনের মাথায় আবারও প্রশাসনকে ‘ম্যানেজ করেথ অবৈধ ইটভাটাগুলো কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সরেজমিন অনুসন্ধানে অবৈধ ইটভাটার কার্যক্রম চালু থাকার সত্যতা পাওয়া গেছে।স্থানীয় প্রশাসনের দাবি, নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ ভাটা বন্ধের নির্দেশ দিলেও মালিকরা কয়েকদিন বাদে আবারও তা চালু করছেন। প্রশাসনের দৃষ্টিগোচর হওয়ামাত্র সেগুলো আবারও বন্ধ করা হচ্ছে। ‘ম্যানেজ করার কথা অভিযোগ সঠিক নয়।রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মো: আল ইমরান বলেন, ‘উপজেলায় দুটি ইটভাটা অবৈধ।দুটোর কার্যক্রম বন্ধ করা হয়েছে।উপজেলার রাজারহাট ইউনিয়নের হরিশ্বর তালুক এলাকায় এখনও একটি অবৈধ মেসার্স ডি,কে ইটভাটা চলমান থাকার তথ্য জানালে ইউএনও বলেন, ‘তাহলে তারা আবারও চালু করেছে। এবার আমরা কঠোর ব্যবস্থা নেবো।
Leave a Reply