নিজস্ব প্রতিবেদক:
কুড়িগ্রামের উলিপুরে জাকের পার্টির কেন্দ্রীয় মিশন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে উপজেলার তবকপুর ইউনিয়নে উমানন্দ আব্দুর রহমানের বাড়িতে উপজেলা জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে আসন্ন মহা পবিত্র বিশ্ব ফাতেহা শরীফ উরসে খাস ২০২৫ উপলক্ষে মিশন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা জাকের পার্টির সভাপতি তৈয়ব আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা জাকের পার্টির সভাপতি সাহেব আলী, মিশন প্রধান হিসেবে বক্তব্য দেন, জাকের পার্টি যুব ওলামা ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মাও. মো. রাকিবুল হাসান আনছারী। যুগ্ন মিশন সদস্য হিসেবে বক্তব্য রাখেন, জাকের পার্টি যুব ওলামা ফ্রন্ট পঞ্চগড় জেলা সভাপতি মাও. মো. তরিকুল ইসলাম, উপজেলা মৎস্যজীবী ফ্রন্টের সভাপতি আনোয়ার হোসেন।
এ ছাড়াও জেলা জাকের পার্টির সিনিয়র সহ সভাপতি এটিএম জহুরুল ইসলাম, জাকের পার্টি জেলা যুব ওলামা ফ্রন্টের সিনিয়র সভাপতি মাও. রফিকুল ইসলাম, জাকের পার্টি জেলা যুবফ্রন্টের সভাপতি মশিউর রহমান চাঁদ, দপ্তর সম্পাদক মোস্তফা কামাল, জাকের পার্টি জেলা সড়ক ও পরিবহন ফ্রন্টের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা জাকের পার্টি যুবফ্রন্টের সভাপতি ইউসুফ মাহমুদ, সাধারণ সম্পাদক সাজাদুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের জাকের পার্টি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে সাম্য, ভ্রাতৃত্ব, সহনশীলতা, সৌহার্দ্য, সম্প্রীতি, ঐক্য, শান্তি ও স্থিতিশীলতার তাগিদ জানানো হয়। সেই সঙ্গে মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি, দেশ ও জাতির উন্নয়ন এবং অগ্রগতি কামনায় বিশেষ মুনাজাত করা হয়।
Leave a Reply