নাজমুল হুদা,রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন স্থাপনা ও ভবনের নামকরণ এবং পুনঃনামকরণের জন্য কমিটি গঠন করা হয়েছে। সাত সদস্যবিশিষ্ট এই কমিটির সভাপতি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও সদস্য-সচিব ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ।
বৃহস্পতিবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ইতিহাস-ঐতিহ্য ধারণ বাস্তবায়নে নয় সদস্যবিশিষ্ট পৃথক একটি কমিটি গঠন করা হয়েছে। উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান এই কমিটির আহ্বায়ক।
এবং বিভিন্ন স্থাপনা ও ভবন সংস্কার এবং পূর্ত কাজের প্রাক্কলন পর্যালোচনায় সাত সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন এই কমিটির আহ্বায়ক।
এসব কমিটির কার্যক্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের স্থাপনা ও ভবনসমূহ সজ্জিতকরণে সময়ের দাবি অনুসারে অতীত ও বর্তমানের মধ্যে সংযোগ তৈরি করা সম্ভব হবে এবং সংশ্লিষ্ট কাজকর্মে স্বচ্ছতা ও গতিশীলতা আসবে বলে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব আশাবাদ ব্যক্ত করেছেন।
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেসবুক লাইভে বক্তৃতা দেওয়ার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেখ পরিবারের নামে থাকে ৩ টি আবাসিক হল ও ১ টি স্কুলের নাম পরিবর্তন করে নাম ফলক ভেঙ্গে দেয় শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান হলের পরিবর্তন করে নাম বিজয়-২৪, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে নবাব ফয়জুন নেসা চৌধুরানী হল ও নির্মাণাধীন শেখ হাসিনা হলের নাম পরিবর্তন করে ফাতিমা আল-ফিহরি করা হয়।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের স্কুলের নাম শেখ রাসেল থেকে পরিবর্তন করে জুলাই আন্দোলনে নিহত হওয়া শিশু রিয়া গোপের নামে নামকরণ করা হয়।নির্মাণাধীন এ.এইচ.এম কামরুজ্জামান হলের নাম রাজশাহী কলেজ শিক্ষার্থী শহীদ আলী রায়হানের নামে নামকরণ করা হয়।
Leave a Reply