সাহিদ বাদশা বাবু, লালমনিরহাট:
লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামের একটি ভুট্টাক্ষেতে পাওয়া মস্তকবিহীন নারীর লাশের পরিচয় মিলেছে। নিহত নারী মোছাঃ হাসিনা বেগম (৪৫), যিনি আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী গ্রামের বাসিন্দা। তার স্বামী আশরাফুল ইসলাম ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
বুধবার (৫ মার্চ) দুপুরে সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। পরে আঙুলের ছাপের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। পুলিশ ধারণা করছে, পারিবারিক কলহের জেরে হাসিনাকে হত্যা করা হতে পারে।
বৃহস্পতিবার (৬ মার্চ) পুলিশের একটি দল আশরাফুল ইসলামের বাড়ি থেকে রক্তমাখা কাপড় ও হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করেছে। পুলিশের প্রাথমিক সন্দেহ, হত্যাকাণ্ডের সঙ্গে স্বামী আশরাফুল সরাসরি জড়িত।
লালমনিরহাট সদর থানার ওসি নুরুনব্বী জানান, ঘাতককে গ্রেপ্তারের জন্য পুলিশ মাঠে কাজ করছে। দুর্গাপুর থেকে ফুলগাছ এলাকায় লাশ কীভাবে আনা হলো, নাকি ঘটনাস্থলেই হত্যা করা হয়েছে—তা খতিয়ে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডে স্বামী ছাড়াও অন্য কেউ জড়িত আছে কিনা, সে বিষয়েও তদন্ত চলছে।
এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। দ্রুতই মূল রহস্য উদঘাটন হবে বলে আশাবাদী পুলিশ।
Leave a Reply