এনামুল হক সরকার রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাটে জেলা প্রশাসকের লাইসেন্স ব্যতীত ইটভাটা পরিচালনা করার অপরাধে রাজারহাট ইউনিয়নের হরিশ্বর তালুকে অবস্থিত মেসার্স ডি কে ব্রিকস নামক ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ত্রিশ হাজার টাকা জরিমানা করা সহ ভাটার আগুন নিভিয়ে ফেলে এবং বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে ইট পোড়ানোর কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়েছে।
বুধবার(০৫ মার্চ ২০২৫)দুপুরে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে রাজারহাটে অবস্থিত ০১ টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রণ)আইন,২০১৩(সংশোধিত ২০১৯)লঙ্ঘনের অপরাধে মেসার্স ডিকে ব্রিকস ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ভুমিসহকারী কমিশনার মো আশাদুল হক এবং কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম।ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সঙ্গে ছিলেন রাজারহাট থানা পুলিশ,উপজেলা ফায়ারসার্ভিস সিভিল ডিফেন্স টিম,পল্লী বিদ্যুৎ কর্মী ও আনসার সদস্য।
Leave a Reply