রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: রাজিবপুর উপজেলার নয়াচর হাট বাজারের নতুন ইজারাদার হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ লিটন সরকার। কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ এই হাটের ইজারাদার পরিবর্তনের মাধ্যমে বাজার ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচনের আশা করছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
নয়াচর হাট দীর্ঘদিন ধরে মোহনগঞ্জ ও আশপাশের বিভিন্ন চরাঞ্চলের কৃষক, ব্যবসায়ী ও সাধারণ জনগণের কেনাবেচার অন্যতম প্রাণকেন্দ্র। সপ্তাহের নির্দিষ্ট দিনগুলোতে এখানে প্রচুর মানুষ সমবেত হয়। হাটের নতুন ইজারাদার হিসেবে দায়িত্ব গ্রহণের পর মোঃ লিটন সরকার বাজার ব্যবস্থাপনার উন্নয়ন, ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য আরও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
সরকারি নিয়ম অনুযায়ী, প্রতি অর্থবছরে স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে খোলামেলা দরপত্র আহ্বানের মাধ্যমে হাটের ইজারা দেওয়া হয়। এবছর প্রতিযোগিতামূলক দরপত্রের ভিত্তিতে মোঃ লিটন সরকার ইজারাদার হিসেবে চূড়ান্ত মনোনীত হয়েছেন।
বাজার সংশ্লিষ্টরা জানান, নতুন ইজারাদারের দায়িত্ব গ্রহণের পর বাজারে শৃঙ্খলা বজায় রাখা, অবকাঠামো উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা এবং ক্রেতা-বিক্রেতাদের সুবিধার দিকগুলো বিশেষ গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।
নয়াচর হাটের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা বলছেন, নতুন ইজারাদারের অধীনে বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন এলে তা সবার জন্যই উপকারী হবে। বিশেষ করে হাটের পরিবেশ উন্নয়ন, ভেজালমুক্ত খাদ্যপণ্য বিক্রি নিশ্চিতকরণ এবং বাজারের নিরাপত্তা বাড়ানোর বিষয়ে তারা আশাবাদী।
ইজারাদার মোঃ লিটন সরকার জানিয়েছেন, বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে তিনি নির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করবেন। ব্যবসায়ী ও ক্রেতাদের স্বার্থরক্ষা, সরকার নির্ধারিত নিয়ম মেনে রাজস্ব আদায়, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করাসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে কাজ করবেন তিনি।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও নতুন ইজারাদারের সঙ্গে সমন্বয় রেখে বাজার ব্যবস্থাপনা আরও উন্নত করার কথা বলা হয়েছে। হাটের উন্নয়নমূলক কার্যক্রমে প্রশাসনের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নয়াচর হাটের নতুন ইজারাদারের দায়িত্ব গ্রহণ বাজার ব্যবস্থাপনায় কতটা ইতিবাচক পরিবর্তন আনতে পারে, তা সময়ই বলে দেবে। তবে স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা একটি সুশৃঙ্খল ও আধুনিক হাট ব্যবস্থাপনার প্রত্যাশা করছেন।
Leave a Reply