কুড়িগ্রামের রৌমারী লঞ্চ ঘাট পরিদর্শন ও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন নবনিযুক্ত ইজারাদার মো. শহিদুল ইসলাম। সোমবার ৩ মার্চ সকালে তিনি ঘাটের কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন।
পরিদর্শনকালে মো. শহিদুল ইসলাম লঞ্চ ঘাটের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং যাত্রীসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তিনি ঘাটের অবকাঠামো, নিরাপত্তা এবং সেবার মান বৃদ্ধির বিষয়ে গুরুত্ব দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ঘাট সংশ্লিষ্ট শ্রমিক ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। নতুন ইজারাদারের দায়িত্ব গ্রহণের ফলে ঘাটের পরিষেবা আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় বাসিন্দারা।
নবনিযুক্ত ইজারাদার মো. শহিদুল ইসলাম জানান, “আমি সর্বোচ্চ চেষ্টা করবো লঞ্চ ঘাটের ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে এবং যাত্রীদের জন্য নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে।”
স্থানীয়দের প্রত্যাশা, নতুন ব্যবস্থাপনায় লঞ্চ ঘাটের সেবার মান উন্নত হবে এবং যাত্রীসাধারণ আরও ভালো সুবিধা পাবেন।
Leave a Reply