নিজস্ব প্রতিবেদক:
ফ্রেন্ডস্ ফেয়ার-এর স্বেচ্ছাসেবী কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে এক বছরের জন্য ‘স্বেচ্ছাসেবী পরিষদ’-এর নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। সংগঠনের অভিভাবক পরিষদ সদস্য থেকে আল আমিন এবং ফ্রেন্ডস্ ফেয়ার-এর সাধারণ সম্পাদক স্বপন সাহা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির নেতৃত্বে আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বকশী মুহাম্মদ অয়ন, যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন মেহেবুবা রহমান, জারজিল আকন্দ, ও সাদিয়া ইসলাম রাইসা। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন নিশান মিয়া। এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মারজানা সুমি, ফরহাদ হোসেন বাপ্পি, তানজিয়া সরদার, ও রাকিবুল ইসলাম রাকিব।
নবনির্বাচিত কমিটি আগামী এক বছর স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনার মাধ্যমে সমাজসেবামূলক উদ্যোগ বাস্তবায়ন করবে। সংগঠনের স্বচ্ছতা ও কার্যকারিতা বজায় রেখে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দিয়েছেন কমিটির সদস্যরা।
নতুন কমিটির আহ্বায়ক বকশী মুহাম্মদ অয়ন বলেন, “সচেতনতা ও মানবসেবার আলো ছড়িয়ে দিতে আমরা একসঙ্গে কাজ করব। সমাজের অবহেলিত ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। এই দায়িত্ব পালনে আমরা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করব।”
সদস্য সচিব নিশান মিয়া বলেন, “এই কমিটির প্রত্যেক সদস্য প্রতিশ্রুতিবদ্ধভাবে সংগঠনের নীতি ও আদর্শ বজায় রেখে কাজ করবে। আমরা চাই, ফ্রেন্ডস্ ফেয়ার আরও বড় পরিসরে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করুক এবং মানুষের হৃদয়ে জায়গা করে নিক।”
উল্লেখ্য, ফ্রেন্ডস্ ফেয়ার অসহায়দের সেবা দেওয়ার পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতির বিকাশ, বৃক্ষরোপণসহ নানাবিধ সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। নতুন কমিটির নেতৃত্বে এসব কার্যক্রম আরও বেগবান হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।
Leave a Reply