1. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  2. sifat@kurigramsongbad.com : sifat :
  3. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
রাজিবপুরে জামায়াতের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার রাজারহাটে চরের মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা কুড়িগ্রামে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাকিরপশার নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু রাজিবপুরে কৃষকের ৮ বিঘা জমির গম কেটে নেওয়ার অভিযোগ হে বৈশাখ, বিপুল চন্দ্র রায় ইবি সিইরসি’র উদ্যোগে অসহায় শিশুদের ঈদ উপহার বিতরণ রৌমারীতে ১১০ পিস ইয়াবাসহ কারবারি আটক রাজারহাটে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ধর্ষণের শিকার কিশোরী,উদ্ধারে সেনাবাহিনী   রাজিবপুরে সাংবাদিক ঐক্যের পথ সুগম হচ্ছে

গিরিখাত, বরফে ঢাকা মালভূমি বা ধু-ধু মরুভূমি: বিশ্বের সেরা ১০ রেলভ্রমণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

ন্যাশনাল জিওগ্রাফিক

ট্রেন ভ্রমণ এক অনায়াস রোমাঞ্চ এনে দেয়। জানালার বাইরে বদলে যেতে থাকা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে যাত্রীরা তাদের গন্তব্যে পৌঁছান। প্রতিটি ট্রিপেই থাকে আলাদা রোমাঞ্চ। আপনি যদি কলোরাডোর সবুজ আঙুরের বাগানের মধ্য দিয়ে ছুটে চলতে চান, শ্রীলঙ্কার পাহাড়ি অঞ্চলে চায়ের ট্রেনের ঝনঝনানি উপভোগ করতে চান, কিংবা গ্রামীণ রেলপথ ধরে ধীরগতির সফরে বের হতে চান—তাহলে এই ট্রেন ভ্রমণগুলো আপনার জন্যই।

১. রকি মাউন্টেনিয়ার, যুক্তরাষ্ট্র

এই রুট মোয়াব (উটাহ) থেকে ডেনভার (কলোরাডো) পর্যন্ত বিস্তৃত, যা লালচে পাথুরে পর্বতমালা ও আলপাইন প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত। ৩৫০ মাইলজুড়ে বিস্তৃত এই ট্রেনযাত্রা উটাহ ও কলোরাডোর শ্বাসরুদ্ধকর সৌন্দর্য উপভোগের সুযোগ করে দেয়। ট্রেনটি সর্পিল গতিতে কলোরাডো নদীর সঙ্গে ছুটে চলে, পাশ পেরিয়ে যায় বিশাল ক্যানিয়ন, সবুজ আঙুরের বাগান ও রহস্যময় ভূতুড়ে শহরের। পথে গ্লেনউড স্প্রিংসে এক রাত যাত্রাবিরতির সুযোগ রয়েছে। দুই দিনের এই সফরের সর্বনিম্ন খরচ ১,৭২৫ মার্কিন ডলার।

রকি মাউন্টেনিয়ার-এর আগমন এবং প্রস্থানকে সম্মান জানাতে প্ল্যাটফর্মে পতাকা উত্তোলন করা হয়। ছবি: রেবেকা স্টাম্প্ফ ভিয়া ন্যাশনাল জিওগ্রাফিক

২. রিইউনিফিকেশন এক্সপ্রেস, ভিয়েতনাম

হ্যানয় থেকে হো চি মিন সিটি পর্যন্ত বিস্তৃত এই রেলপথ ভিয়েতনামের ঐতিহাসিক উত্থান-পতনের সাক্ষী। রিইউনিফিকেশন এক্সপ্রেস নামে পরিচিত এই ট্রেনযাত্রার সবচেয়ে মনোমুগ্ধকর অংশ হলো হাই ভ্যান (ওশান ক্লাউড) পাস, যেখানে সবুজ পাহাড়ের মাঝ দিয়ে ট্রেনটি এগিয়ে চলে। ৩৪ ঘণ্টার এই যাত্রার আসন ভাড়া ১১ মার্কিন ডলার থেকে শুরু।

ভিয়েতনামের রিইউনিফিকেশন এক্সপ্রেস প্রায় পুরো দেশজুড়ে চলে। ছবি: উইলিয়াম পেরুগিনি/গেটি ইমেজেস/ভিয়া ন্যাশনাল জিওগ্রাফিক

৩. নরিয়েন্ট এক্সপ্রেস, নরওয়ে

নরওয়ের বিখ্যাত রেলপথগুলোর নতুন সংযোজন নরিয়েন্ট এক্সপ্রেস, যা নর্ডিক আধুনিকতার নিখুঁত প্রতিচ্ছবি। ট্রেনটিতে আরামদায়ক আসন ও একটি বার রয়েছে, তবে এর সবচেয়ে বড় আকর্ষণ হলো হার্ডাঙ্গারভিডা মালভূমির বরফে ঢাকা প্রাকৃতিক দৃশ্য। ট্রেনটি বার্গেন্সবানেন রেলপথ ধরে এগিয়ে পরে অসলো থেকে ট্রন্ডহেইম পর্যন্ত রূপালি হ্রদ অতিক্রম করবে। ছয় দিনের এই ট্রিপ বার্গেন থেকে শুরু হয়ে ট্রন্ডহেইমে শেষ হবে।

৪. রোভোস রেল, দক্ষিণ আফ্রিকা

আফ্রিকার সবচেয়ে বিলাসবহুল ট্রেনগুলোর একটি রোভোস রেল, যা ১৯৮০-এর দশকের শেষ থেকে দক্ষিণ আফ্রিকা থেকে তানজানিয়া পর্যন্ত যাত্রী পরিবহন করে আসছে। পাঁচটি দেশ অতিক্রমের পাশাপাশি সাফারি পার্কে যাত্রাবিরতি ও ভিক্টোরিয়া জলপ্রপাত পরিদর্শনের সুযোগ রয়েছে। ট্রেনের কম্পার্টমেন্টগুলো রাজকীয়ভাবে সাজানো, কিছু কক্ষে রয়েছে ছোট্ট বাথটাবও। ট্রেনের শেষভাগে এটি তানজানিয়ার নিয়েরেরে ন্যাশনাল পার্কের মধ্য দিয়ে যায়, যেখানে জানালা দিয়ে তাকালেই দেখা মিলতে পারে আফ্রিকার বন্যপ্রাণীর। দুইজনের জন্য শেয়ারিং কম্পার্টমেন্টের ভাড়া ১৪,৯৫০ মার্কিন ডলার থেকে শুরু।

৫. এলা-টু-ক্যান্ডি লাইন, শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার মধ্যাঞ্চলের পাহাড়ি পথে ভ্রমণের জন্য এলা-টু-ক্যান্ডি লাইন তুলনারহিত। যাত্রীরা জানালা দিয়ে বা দরজার ধাপে বসে চা-বাগান, কৃষিক্ষেত্র ও ঐতিহ্যবাহী মন্দিরের দৃশ্য উপভোগ করেন। ছোট ছোট রঙিন স্টেশনগুলোতে ট্রেন থামে, যেখানে হকাররা খাবার বিক্রি করেন এবং মাঝেমধ্যে নতুন যাত্রী ওঠেন। ক্যান্ডি থেকে এলা পর্যন্ত এই যাত্রা যেন শ্রীলঙ্কার প্রাণবন্ত প্রকৃতির জানালা। আসন ভাড়া ১,৩০০ শ্রীলঙ্কান রুপি থেকে শুরু।

৬. ক্যালিফোর্নিয়া জেফায়ার, যুক্তরাষ্ট্র

ক্যালিফোর্নিয়া জেফায়ারে ভ্রমণ মানে আমেরিকার প্রকৃতির এক অনবদ্য সংকলন দেখা। যাত্রাপথে রয়েছে মধ্যপশ্চিমের সমতল ভূমি, রকিজ পর্বতের তুষারাবৃত চূড়া, উটাহর শুষ্ক ক্যানিয়ন এবং ক্যালিফোর্নিয়ার পাহাড়ি ভূদৃশ্য। ১৯৪৯ সালে চালু হওয়া এই ট্রেন নেভাডার কেন্দ্র থেকে স্যাক্রামেন্টো পর্যন্ত ১৯ শতকের ট্রান্সকন্টিনেন্টাল রেলপথ ধরে চলে। এ পথটি একসময় পূর্ব ও পশ্চিম আমেরিকাকে সংযুক্ত করেছিল। আসন ভাড়া ১৫০ মার্কিন ডলার থেকে শুরু।

৭. লা দোলচে ভিটা ওরিয়েন্ট এক্সপ্রেস, ইতালি

‘লা দোলচে ভিটা’ নামের এই নতুন বিলাসবহুল ট্রেনটি ১৯৬০ ও ৭০-এর দশকের স্টাইল ফুটিয়ে তুলেছে। আয়নার আবরণযুক্ত দেওয়াল, মধ্য-শতাব্দীর লাইট ফিটিং ও ফেলিনির সিনেমার আবহ এই ট্রেনকে অন্যরকম মাত্রা দিয়েছে। রোম, ভেনিসের লেগুন ও লিগুরিয়ান উপকূলের পোর্টোফিনো সংযুক্ত করে এটি ইউরোপের অন্যতম সুন্দর রুট। দুইজনের জন্য শেয়ারিং ভিত্তিতে একটি কামরার ভাড়া ৭,৪৪০ ইউরো থেকে শুরু।

৮. দ্য গান, অস্ট্রেলিয়া

১৯ শতকে ব্রিটিশ উপনিবেশকারীদের জন্য অস্ট্রেলিয়ার মরুভূমি অঞ্চলের মানচিত্র তৈরি করতে সাহায্যকারী আফগান উটচালকদের সম্মানে নামকরণ করা হয়েছে ‘দ্য গান’ ট্রেনের। এই বিলাসবহুল ট্রেনটি তিন দিনে দক্ষিণের অ্যাডিলেড থেকে উত্তরের ডারউইন পর্যন্ত ছুটে চলে। যাত্রাপথে দেখা যায় আঙুরের বাগান, মরুভূমির ধুলোবালিতে মোড়া মধ্য অস্ট্রেলিয়া এবং মাঝে মাঝে উটের দল, যাদের পূর্বপুরুষরা ২০০ বছর আগে এখানে আনা হয়েছিল। দুইজনের জন্য শেয়ারিং ভিত্তিতে একটি কামরার ভাড়া ২,৫৯০ অস্ট্রেলিয়ান ডলার থেকে শুরু।

৯. মহারাজাস’ এক্সপ্রেস, ভারত

ভারতের অন্যতম বিলাসবহুল ট্রেন “মহারাজাস’ এক্সপ্রেস”। এর রুট রাজস্থানের ঐতিহাসিক দুর্গ থেকে শুরু হয়ে মহারাষ্ট্রের ব্যস্ত নগরীগুলো পর্যন্ত বিস্তৃত। ট্রেনটিতে রাজকীয় ভোজসভার অনুপ্রেরণায় পরিবেশিত খাবারের মধ্যে রয়েছে সুগন্ধি বিরিয়ানি, ধোঁয়া ওঠা কিমা ও ভারতীয় ভরওয়া ভিন্ডি (মসলা ভর্তি ঢেঁড়স)। সাত রাতের এই ভ্রমণের জন্য দুইজনের শেয়ারিং কামরার ভাড়া ৭,৭৫০ মার্কিন ডলার থেকে শুরু।

১০. তোহোকু শিনকানসেন, জাপান

১৯৬০-এর দশকে জাপানই প্রথম দ্রুতগতির ‘বুলেট ট্রেন’ চালু করেছিল। দেশব্যাপী বিস্তৃত এই সুপারসনিক রেললাইনগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ এবং রোমাঞ্চকর রুট হলো তোহোকু শিনকানসেন। এটি টোকিও থেকে উত্তরের আগ্নেয়গিরি ও বরফাবৃত জঙ্গলের দিকে ছুটে চলে। ঘণ্টায় ২০০ মাইল গতিতে চলা এই ট্রেনে চোখের পলকে অনেক দৃশ্য হারিয়ে যেতে পারে। তবে শিরাকাওয়ার কোমিনে দুর্গের ঝলক কিংবা সেনদাই শহরের সবুজাভ রাস্তার সৌন্দর্য উপভোগের জন্য চোখ খোলা রাখাই ভালো। ট্রেনের গন্তব্য শিন আওমোরি স্টেশন, আর আসন ভাড়া ১৭,৪৭০ জাপানি ইয়েন থেকে শুরু।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!