ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় ফি বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছেন আইন অনুষদের শিক্ষার্থীরা। সোমবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সকাল ১১ টা থেকে মানববন্ধন করেন তারা।
এসময় বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধীন তিনটি বিভাগ — আইন বিভাগ, আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগ, ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় শিক্ষার্থীরা, ‘অযোক্তিক ও বৈষম্যমূলক ফি বাতিল চাই’, ‘শিক্ষানবিশ আইনজীবীদের শিক্ষার পরিবেশ নিশ্চিত হওয়া চাই’, ‘এটা আমাদের অধিকার, কোনো আবদার নয়’, ‘বিপিএসসি পারলে বার কাউন্সিলের কি হলো?’— ইত্যাদি লেখা সম্বলিত প্লাকার্ড হাতে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এসময় শিক্ষার্থীরা বলেন, “আমরা অবগত আছি, যেখানে বিসিএস সহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় ফি কমানো হয়েছে, সেখানে আমরা দেখতে পাই ফ্যাসিবাদী আমলে করা নিয়ম এখনো পরিবর্তন হয়নি। এখনো ফি ৪,০২০ টাকা করা হয়েছে। আমরা বার কাউন্সিলসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দাবি জানাই দ্রুত অন্যায ফি কমিয়ে পরীক্ষায় সুযোগ প্রদানের জন্য। আমরা নবীন আইনজীবী। আমাদের জন্য যে সুযোগ আছে, সেটি আমাদেরকে দিতে বাধ্য। আমাদের আইনজীবীদের যে প্রধান পরীক্ষা, সেখানে আমরা সফলতার সাথে উত্তীর্ণ হতে চাই। সেজন্য আজ আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের তিনটি বিভাগ এই মানববন্ধনে সমবেত হয়েছি।”
অন্য আরেক শিক্ষার্থী বলেন, “শিক্ষানবীশদের জন্য বার কাউন্সিল ৪,০২০ টাকা ফি নির্ধারণ করেছে। অথচ যেখানে সরকারি-বেসরকারি কোনো চাকরিতে এখন আর দুইশত টাকার বেশি ফি এখন আর নেই। তাই আমরা বার কাউন্সিলকে সমগ্ৰ শিক্ষানবীশদের অভিভাবক হিসেবে বলতে চাই, দ্রুত এই সিদ্ধান্তের পরিবর্তন করে আপনারা সহনশীল পর্যায়ে এই ফি নির্ধারণ করুন।”
Leave a Reply